সুনামগঞ্জের দিরাইয়ে আলোচনা সভা ও র্যালির মধ্যদিয়ে বিশ্ব পানি দিবস পালন করা হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির উদ্যোকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেলা ২টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
এরিয়া ম্যানেজার হেলেনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুর রহমান মামুন।
প্রাণিসম্পদ কর্মকর্তা বাবরা হ্যামলিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর রহমান অপু, জনস্বাস্থ্য প্রকৌশলী উজ্জ্বল খান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, ইউপি চেয়ারম্যান একরার হোসেন, বশির আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-১৪