দেখেশুনে ব্যাট করতে থাকা আয়ার‌ল্যান্ডের চার উইকেটের পতন হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তারা বেশ সতর্কতার সঙ্গেই মোকাবিলা করছিলেন। কিন্তু ইনিংসের পঞ্চম ওভারে এসেই প্রথম আঘাত আনেন টাইগার পেসার হাসান মাহমুদ। মাত্র ৮ রানে তিনি ওপেনার স্টিফেন ডোহেনিকে ফিরিয়েছেন।

 


এরপর সেখান থেকে ভালোভাবেই কামব্যাক করেন হাসান। দলীয় অস্টম ওভারে জোড়া জোড়া আঘাত হাসানের। পল স্টার্লিং ৭ রানে এবং হ্যারি টেক্টরকে শূন্য রানে ফেরার তিনি। এর পরের ওভারেই তাসকিনের আঘাত। অ্যান্ড্রু বালবার্নিকে ৬ সাজঘরে ফেরান তিনি। এখন পর্যন্ত প্রথম স্পেলে ছয় ওভার করেছেন হাসান। একটি মেইডেন ওভারের সঙ্গে তিনি তিন উইকেট নেয়ে দিয়েছেন ২৩। আর তাসকিন পাঁচ ওভার করে একটি মেইডেন ওভারের সঙ্গে নিয়েছেন একটি উইকেট।

১৩ ওভার শেষে আয়ার‌ল্যান্ডের সংগ্রহ চার উইকেটে ৩৮ রান। 

 

এদিকে এ ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফুটবল খেলতে গিয়ে পাওয়া চোখের চোটে প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি মেহেদী হাসান মিরাজ, এ ম্যাচে আছেন তিনি। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন ইয়াসির আলি রাব্বি। 

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত