দোয়ারাবাজারে মান্নারগাও ইউনিয়নের তাসলিমা আক্তার (১৭) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার মান্নারগাও ইউনিয়নের মান্নারগাও গ্রামে ঘটনাটি ঘটে।
সে মান্নারগাও ইউনিয়নের মান্নারগাও গ্রামের আব্দুল খালিকের মেয়ে।
স্থানীয়রা জানান, ঘটনার দিন দুপুরে পার্শ্ববর্তী ধনপুর গ্রামে মা-বাবার সঙ্গে ওয়ালিমা খেতে যায় তাসলিমা। বিকেলে বাড়ি এসেই নিজ শয়নকক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে সন্ধ্যায় চালের টিন খুলে তার ঝুঁলন্ত লাশ মাটিতে নামায় পাশের ঘরের তার চাচাতো ভাই আল আমিন। তবে আত্মহত্যার সঠিক কোনো কারণ জানা যায়নি।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-০২