আজ বিশ্ব নাট্য দিবস। বিশ্ব নাট্য দিবস ২০২৩ উদ্যাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
 

সোমবার (২৭ মার্চ) দুপুর আড়াইটায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।


পরে একাডেমির চিত্রশালায় আয়োজন করা হয় সংগীত, নৃত্য, আবৃত্তি ও অভিনয়ের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের।
 

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। আবৃত্তিশিল্পী ফাইজা বাসিসা কোরেশীর নাট্য দিবসের বাণী পাঠের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
 

এতে সংগীত, নৃত্য, আবৃত্তি ও একক অভিনয়ে অংশগ্রহণ করেন আনিকা বণিক্য বৃষ্টি, অহনা দাশ পূজা, প্রমি দেব, মনিষা রায় অমি ও দিপন তালুকদার আকাশ।
 

অনুষ্ঠানটি পরিচালনা করেন একাডেমির প্রশিক্ষণার্থী ফাইজা বাসিসা কোরেশী।


 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮