খেলাফত মজলিসের নায়বে আমীর মাওলানা শায়খ মজদুদ্দীন আহমদ বলেছেন, ‘দেশ আজ চরম সংকটময় মুহূর্ত অতিক্রম করছে। মুখ থুবড়ে পড়েছে দেশের অর্থনীতি। শিক্ষা ব্যবস্থা আজ ভঙ্গুর হয়ে পড়েছে। দেশকে এহেন পরিস্থিতি থেকে উত্তরনের একমাত্র পথ হচ্ছে খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা।’
খেলাফত মজলিস সিলেট মহানগরীর উদ্যোগে শনিবার নগরীর ইউনাইটেড সেন্টারে আয়োজিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, “রমজানের এই পবিত্র দিনেও দেশের নিরীহ আলেম-ওলামা আছেন কারাবন্দী। এর চেয়ে দুঃখজনক বিষয় আর কী হতে পারে? দুর্মুল্যের এই ক্রম অবনতিশীল সময়ে মধ্যবিত্ত ও দরিদ্র মানুষ ক্রমেই অস্তিত্বের সংকটে ধাবিত হচ্ছে। কারাবন্দি নির্দোষ আলেম-ওলামাদের রমজান মাসের মধ্যেই নিঃশর্ত মুক্তি দিতে হবে। দ্রব্যমুল্য ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।”
চলমান আর্থসামাজিক-শিক্ষা ও রাজনৈতিক সংকট নিরসনে খেলাফত মজলিস ঘোষিত ৮দফা দাবী প্রসঙ্গে আলেম, শিক্ষাবিদ, রাজনীতিক ও সাংবাদিকদের নিয়ে খেলাফত মজলিস সিলেট মহানগরী আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান চৌধুরী, আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ এর মহাসচিব মাওলানা আব্দুল বাছির।
খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময়, ইফতার মাহফিলে বক্তব্য রাখেন- খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর আমীর মো. ফখরুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর সভাপতি মাওলানা খলিলুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মো. আসাদ উদ্দিন আহমদ, খেলাফত মজলিস সিলেট মহানগরী সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস, মহানগর খেলাফত মজলিসের সহ সভাপতি ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, কে.এম আবদুল্লাহ আল-মামুন, মাওলানা নুরুল ইসলাম জাকারিয়া, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সিলেট মহানগর সহ-সভাপতি ও জকিগনজ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, বাংলাদেশ ইসলামী আন্দোলন সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জাতীয় ইমামা সমিতি সিলেট মহানগরীর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, শিক্ষাবিদ অধ্যাপক ইমদাদুর রহমান চৌধুরী, সাংবাদিক মাওলানা খলিলুর রহমান, কবি অধ্যাপক নাজমুল আনসারী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিস সিলেট মহানগরী সহ-সাধারন সম্পাদক অধ্যক্ষ আহমদ সাইফুর রহমান, মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওঃ মনজুরে মাওলা, সহ সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম ছাব্বির, সহ-বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ তাহির চৌধুরী, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ওলিউর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, অফিস ও প্রকাশনা সম্পাদক মাওলানা কাওসার আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক আফজাল হোসাইন কামিল, ইসলামী যুব মজলিস সিলেট মহানগরীর আহবায়ক হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান, ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান, শ্রমিক মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা সেলিম আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭