ঈদের আগে বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব বোনাস দেওয়াসহ কয়েকটি দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সিলেট বিভাগ, জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।
বাকবিশিস'র অন্য দাবিগুলো হলো দ্রব্যমূল্যের উর্ধগতির সাথে সংগতিপূর্ণ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মহার্ঘভাতা চালু, নন এমপিওভুক্ত শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করা, এমপিও না হওয়া পর্যন্ত নন-এমপিওভুক্ত শিক্ষকদের বিশেষ আর্থিক প্রণোদনা প্রদান, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ। আজ (মঙ্গলবার) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয় অল্প সময়ের ব্যবধানে কয়েক দফা বেড়েছে নিত্যপণ্যের দাম। শিক্ষা উপকরণসহ নিত্য ব্যবহার্য দাম এখন আকাশছোঁয়া। এই কঠিন পরিস্থিতিতে বেসরকারি শিক্ষকদের হাঁসফাঁস অবস্থা। এমতাবস্থায় বেসরকারি শিক্ষকদের মাত্র পঁচিশ শতাংশ উৎসব বোনাস প্রদান কেবল অমানবিকই নয় অপমানজনকও। তাঁরা অনতিবিলম্বে এমপিওভুক্তসহ সকল বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব বোনাস প্রদানের দাবি জানান।
বিবৃতি দিয়েছেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সিলেট জেলা, মহানগর ও বিভাগীয় শাখার নেতৃবৃন্দের পক্ষে বিবৃতি প্রদান করেন- বাকবিশিস বিক্ষোভ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সিলেট বিভাগীয় সভাপতি অধ্যক্ষ মো. শামসুল ইসলাম, সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক অজয় কুমার রায়, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক সাব্বির আহমদ ও সিলেট মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আবিদুর রহমান, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক জান্নাতারা খান পান্না, বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রাণকান্ত দাশ, মহানগর শাখার সহ সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক মোঃ সাখাওয়াত হোসেন, জেলা শাখার সহ সভাপতি অধ্যাপক আবুল খায়ের, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক কাসমির রেজা, জেলা সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য শিক্ষক ফারুক আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-১৫