কুলাউড়া উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা পরিষদ এলাকায় অফিসার্স ক্লাব ভবনে এ ইফতারের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার।
ক্লাবের সাধারণ সম্পাদক ডা. সুলতান আহমদের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন, ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ও কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক মো. আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জাকির হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, মৌলভীবাজার সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম মছব্বির আলী, সাপ্তাহিক মানব ঠিকানার ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদসহ উপজেলা অফিসার্স ক্লাবের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাও. আহসান উদ্দিন।
সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-১৯