শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রীহলের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত চার ছাত্রীকে ঈদ উপহার সামগ্রী তুলে দিয়েছেন প্রাধ্যক্ষ জোবেদা কনক খান।
বৃহস্পতিবার (০৬ এপ্রিল) বিকেলে হলের প্রাধ্যক্ষ কক্ষে এসব উপহার তুলে দেন প্রাধ্যক্ষ।
ছাত্রীদের হাতে তুলে দেয়া এসব সামগ্রীর মধ্যে রয়েছে এক সেট জামা, দু পেকেট সেমাই, এক কেজি চিনি, এক কেজি পাউডার দুধ, মসলা, খেজুর, নুডুলস ও বিস্কিট।
উপহার পাওয়া এক শিক্ষার্থী জানান, আমি হলে উঠলাম গতবছর। ক্যাম্পাসে হল প্রশাসনের পক্ষ থেকে এমন উদ্যোগ আগে নেয়া হয়েছে শুনিনি। উপহার পেয়ে ভাল লেগেছে। ঈদের আনন্দের স্বাদ বেড়ে গেছে এখন।
বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রীহলের প্রাধ্যক্ষ জোবেদা কনক খান জানান, আমাদের হলে বিশেষ চাহিদা সম্পন্ন চারজন ছাত্রী থাকেন। ছাত্রীদের সঙ্গে ঈদের আনন্দ তাঁদের সঙ্গে ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/নাজাত/এসডি-০৩