সিলেটের বিয়ানীবাজারের বৈরাগীবাজারে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আলোর দিশারীর উদ্যোগে শনিবার (৮ এপ্রিল) দিনব্যাপী স্থানীয় জামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদীয়া বৈরাগীবাজার মাদ্রাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হিফজুল কোরআন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার হাফেজে কোরআন ছাত্ররা তেলাওয়াতের প্রতিযোগিতায় অংশ নেন।
আলোর দিশারীর সভাপতি ও ভাদেশ্বর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক কামরুজ্জামান মুহিত এর সভাপতিত্বে তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা সিলেট এর সহকারী পরিচালক আলী হুসেন খান ইমন ও আলোর দিশারীর সাধারণ সম্পাদক মাহবুবুল আলম এর যৌথ উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও লেখক মাওলানা রুহুল আমিন সাদি। বিশেষ অতিথি ছিলেন বৈরাগীবাজার সিনিয়র আলীম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুব আহমদ, মাহাদুল কোরআনিল কারিম সিলেট এর পরিচালক হাফিজ মাওলানা আহমদ মাহফুজ আদনান, জামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদীয়া বৈরাগীবাজার মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামিম মাওলানা জামিল আহমদ, মাওলানা আব্দুল হক, মাওলানা আবু তৈয়ুব।
প্রতিযোগিতায় যথাক্রমে ১৫ পারা এবং ৩০ পারা গ্রুপে অংশগ্রহনকারী প্রতিযোগীদের বিচারকদের বিচার কার্যের মাধ্যমে সম্পন্ন হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দোয়ার মাধ্যমে হিফজুল কোরআন প্রতিযোগিতা সমাপ্তি হয়। এসময় আলোর দিশারীর প্রতিনিধিগন, ওলামায়ে কেরামগনসহ বিভিন্ন মাদ্রাসার হাফেজগণ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর