জালালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, সদ্য প্রয়াত মোঃ আতিকুর রহমান স্মরণে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, ছাত্রনেতা মোহাম্মদ জুয়েল আহমদ-এর উদ্যোগে ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের আয়োজনে মাদ্রাসার এতিম ছাত্রদের মধ্যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) বিকালে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর রায়খাইল জামেয়া ইসলামিয়া হক্কানিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে এ আয়োজন করা হয়। 


দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ও ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের চিফ এডমিন কিবরিয়া আহমদ অপু, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, দাউদপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জামাল হোসেন, জালালপুর ইউ/পি সদস্য ফজির আলী, মরহুম আতিকুর রহমানের ছোট ভাই শারফিন শাহ র: একাডেমীর প্রধান শিক্ষক তারেকুর রহমান, জালালপুর  ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য সচিব আজাদ আহমদ, জালালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি লায়েক মিয়াজী, সহ সভাপতি হোসেন আহমদ, সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ সুহেল আহমদ, যুগ্ম সম্পাদক রুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক আজাদ মিয়া, সহ সভাপতি সুহেল আহমদ, দাউদপুর ইউনিয়ন শ্রমিক লীগ নেতা করিম আহমদ প্রমুখ। 

দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফিজ হারুনুর রশিদ। 


সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর