সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা।
সমিতির সভাপতি মো. শাহ আলম সুরুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ শাহ আলমগীর, প্রক্টর প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর বেপারী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সাদ উদ্দিন মাহফুজ এবং অফিসার পরিষদের সাধারণ সম্পাদক ড. সালাহ উদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
কর্মচারী সমিতির সহ-সভাপতি আতাউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিকৃবি ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক অরুন লামা, যুগ্ম সাধারন-সম্পাদক মোস্তাফিজুর রহমান নিরু, অর্থ সম্পাদক ইসমাইল হোসেনসহ সিকৃবির বিভিন্ন দপ্তরের কর্মচারীবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পিডি