জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প সহ শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে আবেদন জানিয়েছেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশের সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দ।
সোমবার দুপুরে সিলেট জেলা প্রশাসক বরাবরে এ আবেদন জানান নেতৃবৃন্দ।
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ এর সিলেট জেলা কমিটির সভাপতি হাফিজ মাওলানা নওফেল আহমদ ও সাধারণ সম্পাদক আবিদ হাসান এর নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ে এই আবেদন দাখিল করা হয়।
আবেদনে নেতৃবৃন্দ উল্লেখ করেন, ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পায়। ১৯৯৩ সাল থেকে চালু হওয়া বর্তমান সময় পর্যন্ত দেশব্যাপী মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সফল ভাবে সম্পন্ন হয়ে আসছে। ইসলামিক ফাউন্ডেশনের সর্ববৃহৎ এই প্রকল্পের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে নিয়োজিত মসজিদের ইমামগণ, শিক্ষিত বেকর যুবক ও মহিলা শিক্ষিকাগণ যতœসহকারে শিশুদেরকে নিয়মিত পাঠদান করে যাচ্ছেন। উক্ত প্রকল্পের মাধ্যমে প্রাক প্রাথমিক শিক্ষা বিস্তার ও কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ ভর্তিতে, স্বাক্ষরতার হার বৃদ্ধিতে, সহিহ ভাবে পবিত্র কুরআন শিক্ষা পাঠ সম্পন্ন করতে, বাল্য বিবাহ প্রতিরোধে, মাদক নির্মূলে, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ব্যাপক সচেতনতা বৃদ্ধিতে ভ‚মিকা পালন করছেন এই প্রকল্পে কর্মরত শিক্ষকগণ। বর্তমানে প্রকল্পের প্রাক প্রাথমিক, সহজ কুরআন শিক্ষা, বয়স্ক শিক্ষা সহ দেশে মোট ৭৩ হাজার ৭ শত ৬৮টি শিক্ষা কেন্দ্রে শিক্ষকদের মাধ্যমে প্রতি বছর ২৮ লাখ ১৪ হাজার ২ শত জন শিক্ষার্থী শিক্ষা সম্পন্ন করেছে। এরই সুবিধাভোগীদের মধ্যে অবহেলিত দরিদ্র ও নিরক্ষর জনগোষ্ঠির পরিবারের সন্তানরা রয়েছে। বিষয়টি মানবিক দিক বিবেচনায় জাতীয় রাজস্ব খাতে জনস্বার্থে প্রকল্পটি স্থানান্তর করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে প্রতিনিধি হিসেবে আলোচনা করার জোর আহবান জানান আবেদনকারীগণ।
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন দাখিলের সময় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ এর সিলেট বিভাগীয় সভাপতি কে.এম. মিনহাজ উদ্দিন ও ক্বারী মাওলানা শেখ ফয়জুল ইসলাম সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০২