সিলেট প্রতিদিনের সম্পাদক সাজলু লস্করের বড় ভাই সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুন্দিশাইল নিবাসী মিন্টু লস্কর আর নেই। তিনি বুধবার (১২ এপ্রিল) সকাল ৮টা ২০ মিনিটে সিলেটের একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামায আজ বুধবার বিকাল ৩টায় তাঁর গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার সুন্দিশাইল পুর্ব জামে মসজিদ মাঠে ও ২য় জানাযা বাদ আসর সিলেট নগরীর মানিক পির( র:) মাজার প্রাঙ্গনে অনুষ্টিত হবে। এরপর মানিকপীর টিলায় দাফন সম্পন্ন হবে।
সিলেটভিউ২৪ডটকম/ জুনেদ