বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নিয়মিত সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ এপ্রিল (বৃহস্পতিবার) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ৯নং সুরমা মার্কেটের ৩য় তলায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আব্দুল খালিক এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর এর পরিচালনায় সভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইফতারের সংগৃহীত টাকা গরীব অসহায় মানুষকে নগদ অর্থ প্রদান করা হয়।
সভায় পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের প্রতিজোর দাবী জানানো হয়।
সভায় বৃহত্তর সিলেটের দাবী দাওয়া আদায়ের জন্য জাতীয় সংসদে সিলেট বিভাগের নির্বাচিত সংসদ সদসন্যগণকে জোরালো ভূমিকা পালনের জন্য সবিনয় অনুরোধ জানিয়ে প্রস্তাবিত সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ এবং সিলেট-আখউড়া রেল লাইন ডাবল রোডের কাজ দ্রুত গতিতে শুরু করার জন্য জোর দাবী জানান।
সভায় চুরি, ডাকাতি, ছিনতাই বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বোগ ও ক্ষোভ প্রকাশ করে উক্ত বিষয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানান বক্তাগণ। সভায় সুরমা, কুশিয়ারা, মনু, বুড়ি বরাক নদী সহ সকল নদ-নদী, খাল-বিল দ্রুত খননের পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবী জানান। সভায় বৃহত্তর সিলেটের সকল সরকারি, বেসরকারি অফিসে ১০০% সিলেটী লোক নিয়োগের জন্য জোর দাবী জানানো হয়। সভায় সিলেট মহানগরের রিক্সা, সিএনজি ভাড়া নির্ধারণ, দক্ষিণ সুরমার ১নং মোল্লারগাঁও ইউনিয়নের অন্তর্গত হাজরাই মৌজার বাগরখাল জরুরীভিত্তিতে খনন এবং ম্যাপ অনুযায়ী খালের দুই পাশের অবৈধ স্থাপনা জরুরী ভিত্তিতে উচ্ছেদের জন্য জোর দাবী জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন- মাওলানা এডভোকেট আব্দুর রকিব, এডভোকেট আব্দুল অদুদ, এডভোকেট আনোয়ার হুসেন, এডভোকেট কামরুজ্জামান তারা, ডাঃ হাবিবুর রহমান, সাংবাদিক এম.এ হান্নান, এডভোকেট মামুন উর রশিদ, ইকবাল হোসেন আফাজ, আব্দুল মুমিন লাহীন, মুহিবুল ইসলাম ফটিক, আবুল কাশেম হেলাল তপাদার, রুনা বেগম, রায়হান আহমদ, নাদিয়া ফেরদৌস সহ প্রমুখ নেতৃবৃন্দ।
শেষ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা এডভোকেট আব্দুর রকিব।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৬