দক্ষিণ সুরমার কৃতি সন্তান, মোল্লারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সালিশ ব্যক্তিত্ব, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি শেখ মকন মিয়ার মৃত্যুতে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)’র পরিচালনা পর্ষদের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এক শোক বার্তায় এসএমসিসিআই এর সভাপতি আফজাল রশীদ চৌধুরী বলেন, শেখ মকন মিয়ার মৃত্যুতে সিলেট এক প্রবীন সালিশ ব্যাক্তিত্বকে হারালো। তিনি ছিলেন ব্যবসায়ীদের অভিবাবক। তাঁর এই শুণ্যস্থান অপুরণীয়। মরহুমের জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭