মৌলভীবাজারের জুড়ীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে (মেয়াদ উত্তীর্ণ মাল রাখা, পণ্যের গায়ে মেয়াদ লেখা না থাকা ও মূল্য তালিকা না থাকা) আটার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুরে জুড়ী থানা পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে উপজেলা সদরের কামিনীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় হাবিব এন্টারপ্রাইজকে ৬ হাজার টাকা, আব্দুল মালিক স্টোরকে ২ হাজার ৫০০ টাকা ও সোনালী স্টোরকে ২ হাজার ৫০০ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ব্রাদার্স এন্টারপ্রাইজকে ৭ হাজার টাকাসহ মোট আটার হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে বলেন, এ অভিযান ধারাবাহিক কার্যক্রমের অংশ। দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তার অধিকার রক্ষার্থে জনস্বার্থে এরকম অভিযান চলবে।
সিলেটভিউ২৪ডটকম/মঞ্জুরে/এসডি-২০