সিলেট জেলার প্রবীণ বিএনপি নেতা, জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি ও শালিশ ব্যক্তিত্ব শেখ শেক মকন মিয়া চেয়ারম্যানের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় তিনি বলেন, শেখ মকন মিয়া চেয়ারম্যান বিএনপির রাজনীতির পাশাপাশি, ব্যবসায়ী সংগঠন সহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। জনপ্রিয় চেয়ারম্যান হিসেবে তিনি ইউনিয়নবাসীর প্রিয় ব্যক্তি হিসেবে আবির্ভুত হয়েছিলেন। সকল আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন অগ্রসেনানী। তার মৃত্যুতে আমরা এক প্রবীণ জিয়ার সৈনিককে হারালাম। আল্লাহ তাকে ক্ষমা করুন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত