পবিত্র ঈদুল ফিতরে এবার সিলেট নগরীতে (এসএমপির আওতাধীন) ৫২৭টি ইদের জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৯০টি জামাত হবে বিভিন্ন ঈদ্গাহে এবং ৪৩৭টি জামাত হবে মসজিদে। ঈদুল ফিতর উপলক্ষে সিলেট নগরীতে তিন স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদ্গাহ মাঠ পরিদর্শন শেষে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ-বিপিএম (বার) পিপিএম সাংবাদিকদের এ তথ্য জানান।


পুলিশ কমিশনার এসময় আরও জানান, ঈদুল ফিতর উপলক্ষে সিলেট নগরীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ঈদের জামাতে ড্রোন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, সারভিলেন্স, মেটাল ডিটেক্টর, বোম ডিজপোজাল ইউনিট, সিআরটি ,পোশাকধারী ও সাদা পোশাকধারী পুলিশ দিয়ে তৈরি করা হয়েছে কড়া নিরাপত্তা বলয়। সব মিলিয়ে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।


পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ-সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জানান, সিলেট নগরীতে ৯০টি (ঈদ্গাহে) ঈদ জামাত এবং ৪৩৭টি মসজিদে হবে ঈদের জামাত। ঈদের দিন এবং ঈদের পরের দিনও নগরীতে কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার মু. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ, মো. আজবাহার আলী শেখ, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার  সুদীপ দাস, অফিসার ইনচার্জ (কোতোয়ালি মডেল থানা) মোহাম্মদ আলী মাহমুদ, অফিসার ইনচার্জ ( এয়ারপোর্ট থানা) মোঃ মঈন উদ্দিন শিপনসহ অন্যান্য অফিসারবৃন্দ।


সিলেটভিউ২৪ডটকম/জুনেদ/পিডি