সিলেট সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) বিকালে সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্সে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অংশ নেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তব্যকালে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এবার একজন যোগ্য প্রার্থীকে মনোনীত করেছেন। আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের হাতছাড়া হয়ে আছে। সেটি পুনরুদ্ধার করতে হবে।
তিনি উল্লেখ করেন, সিলেট সিটিতে নতুন যে ১৫টি ওয়ার্ড গঠন করা হয়েছে সেগুলো বর্তমান মেয়র বেছে তৈরি করেছেন। এসব ওয়ার্ডে বিএনপি-জামায়াতের বেশি ভোটার। এসব ওয়ার্ডে বিজয়ী হতে হলে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করতে হবে।
বক্তব্যে তিনি আনোয়ারুজ্জামান চৌধুরীকে পরামর্শ দিয়ে বলেন, ‘আপনি সবাইকে নিয়ে নির্বাচন করুন। কোন ব্যক্তিবিশেষ ক্ষেত্রে না ঘুরে যেখানে যাকে প্রয়োজন তাকে নিয়ে যাবেন। যে ব্যক্তি যে ওয়ার্ডে প্রয়োজন তাকে নিয়ে যাবেন। এক ব্যক্তি সবসময় সব জায়গায় যেতে হবে সেটা আমি বিশ্বাস করি না। মহানগর, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যেসব নেতা যে ওয়ার্ডে বাস করেন তাদের সঙ্গে নিয়ে কাজ করবেন। কিছু ব্যক্তি সব ওয়ার্ডে সবখানে যেতে হবে এটা বাদ দিতে হবে। এটা আমার ব্যক্তিগত মতামত। যাকে যে ওয়ার্ডে যেখানে প্রয়োজন সেখানে কাজে লাগাতে হবে।’
তিনি আরও বলেন, সময় এগোলে জেলা ও মহানগর আওয়ামী লীগ একসাথে সভা করবে। দলের প্রার্থীকে বিজয়ী করতে একাত্ম হয়ে কাজ করবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির, হাবিবুর রহমান হাবিব এমপি, মহানগরের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ ।
এসময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/পিডি/এসডি-২৪