সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন ট্রেজারার হিসেবে প্রফেসর আমিনা পারভীনকে নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি।

আমিনা পারভীন শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের শিক্ষক।


রবিবার (৩০ এপ্রিল) সকালে শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়।

রবিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব মোছাঃ রোখছানা আখতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।

ওই প্রজ্ঞাপনের মাধ্যমে জানা যায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর আমিনা পারভীনকে চার বছরের জন্য শাবিপ্রবিতে নিয়োগ দিয়েছেন আচার্য।


সিলেটভিউ২৪ডটকম/পিডি