সারা দেশের ন্যায় সিলেটেও রবিবার (৩০ এপ্রিল) থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত যথা নিয়মে সিলেট শিক্ষা বোর্ডের অধীনস্থ ১৪৯টি কেন্দ্রে ১৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯১ হাজার ৯৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
প্রথম দিন অনুপস্থিত ছিলেন ৯৪০ জন শিক্ষার্থী। বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন সিলেট শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষ নিয়ন্ত্রক শরীফ আহাম্মেদ।
তিনি জানান- অনুপস্থিত ৯৪০ জনের মধ্যে সিলেট জেলায় ৩২১, হবিগঞ্জে ২১৩, মৌলভীবাজারে ১৮৮ ও সুনামগঞ্জে ২১৮ জন।
শরীফ আহাম্মেদ জানান- পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন ৯২ হাজার ৯১২ জন শিক্ষার্থী।
আজকের পরীক্ষায় কেউ বহিষ্কার হননি বলে জানান সিলেট শিক্ষা বোর্ডের এই কর্মকর্তা।
সিলেট শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবারের এএসসি পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা প্রায় দেড় গুণ অর্থাৎ- প্রায় ২০ হাজার বেশি। এছাড়া এ বছর গত বছরের তুলনায় ৬ হাজার পরীক্ষার্থী কমেছে। এর মধ্যে ছাত্রের সংখ্যাই কমেছে বেশি। ।
সিলেট শিক্ষা বোর্ড জানায়, এবার বিভাগের ১৪৯টি কেন্দ্রে ১৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। বিভাগের চার জেলার মধ্যে সিলেটে ৫৯টি, হবিগঞ্জে ৩১টি, মৌলভীবাজারে ২৬টি এবং সুনামগঞ্জে ৩৩টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে।
অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে মানবিক বিভাগের শিক্ষার্থীরাই বেশি।
সিলেটভিউ২৪ডটকম / ইআ / ডালিম