মৌলভীবাজার জেলার নবাগত জেলা প্রশাসক ড. উর্মী বিনতে সালাম জুড়ী উপজেলায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
 

রবিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভা এ সভা অনুষ্টিত হয়।


জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে-এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় তিনি তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
 

বিশেষ অতিথি ছিলেন- জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রতন কুমার অধিকারী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সমরজিৎ সিংহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রমাপদ দে, তৈয়বুন্নেসা খানম সরকারি কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফরহাদ আহমদ, হযরত শাহ নিমাত্রা সাগরনাল-ফুলতলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জহির উদ্দিন, জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশারফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ মন্টু, সাগরনাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর নুর মাস্টার, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা খানম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মতিন, জুড়ী রেঞ্জ কর্মকর্তা আলাউদ্দিন, পল­ী উন্নয়ন কর্মকর্তা তপন চন্দ্র সূত্রধর, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, পিডিবির উপ-সহকারী প্রকৌশলী  আনসারুল কবির শামীম, পল­ী বিদ্যুৎ বড়লেখা অফিসের এ.জি.এম কে এম আশরাফুল হুদা, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ হাবিবুর রহমান, জাতীয় ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি মাওলানা মোঃ তাজ উদ্দিন, পল­ী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার (ভারপ্রাপ্ত) কামরুল ইসলাম, পরিসংখ্যান অফিসের প্রতিনিধি মোঃ শামীম শাহরিয়ার, পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন, ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম এ মুহসিন মুহিন, মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ঝুলন রানী দেব, জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম প্রমুখ।


 

সিলেটভিউ২৪ডটকম/মঞ্জুরে/এসডি-২০