মহান মে দিবস উপলক্ষে সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
 

সোমবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে বের হয়।
 


র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
 

সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সহ-সভাপতি আনোয়ার হোসেন আনাই’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- পরিষদের সহ সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক মিস্টু, প্রচার সম্পাদক আব্দুস সোবাহান, কোষাধ্যক্ষ জিল্লুল হক, অফিস সম্পাদক আক্কাস আলী, সিসিকের ১০নং ওয়ার্ড সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক খাজা মিয়া, ১৫নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম, ১৯নং ওয়ার্ড সভাপতি রুবেল মিয়া, ৩৩নং ওয়ার্ড সভাপতি মুসলিম মিয়া, ৩৪নং ওয়ার্ড সভাপতি খোরশেদ আলম, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবুল কালাম, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এরশাদ আলী, প্রচার সম্পাদক নুরুল হক, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম।
 

এছাড়াও মহানগরীর অসংখ্যা শ্রমিক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য দাবী ও অধিকার বাস্তবায়নে জোর দাবী জানিয়ে বলেন, দেশের অন্যান্য জেলায় ব্যাটারি চালিত রিক্সা অবাধে চলাচল করলেও সিলেটে চলাচলে বাধা প্রদান করার কারণে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
 

বক্তারা শ্রমিকদের পরিবারের কথা বিবেচনা করে ব্যাটারি চালিত রিক্সার রোড পারমিট ও বৈধতা, রেকার বিল ৫০০ টাকা, অযথা মালিক-শ্রমিক হয়রানী সহ রিক্সা রেকার না করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
 

বক্তারা শ্রমজীবী শ্রমিকদের আর্থিক অনুদান, সরকারি সুযোগ-সুবিদা সহ কর্মক্ষেত্রে সকল অধিকার বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৩