মৌলভীবাজারের জুড়ীতে কয়েকটি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২৮৮ পাউন্ড অবৈধ কারেন্ট জাল ও ১০০ কেজি অবৈধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। সেই সাথে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার দুপুরে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জন চন্দ্র দে উপজেলা শহরের কামিনীগঞ্জ বাজারে অবৈধ কারেন্ট জাল ও অবৈধ পলিথিন ব্যাগ বিক্রয়কারী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও গুদামে অভিযান পরিচালনা করেন।
এ সময় আব্দুল মতিনের মালিকানাধীন দুইটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২৮৮ পাউন্ড অবৈধ কারেন্ট জাল ও ১০০ কেজি অবৈধ পলিথিন ব্যাগ জব্দ করা হয় এবং পরিবেশ সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে মৎস্য ফাঁদ বিক্রির অপরাধে ভুট্টু মিয়াকে ৩ হাজার টাকা ও আকরাম হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জাল ও পলিথিন ব্যাগ আগনে পুড়িয়ে ফেলা হয়।
জুড়ী থানা পুলিশের সহায়তায় অভিযান কালে মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা মুহম্মদ মিজানুর রহমান ও জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪.কম/মাহি-৫