সুনামগঞ্জের দিরাইয়ে চুলার আগুনে ৪টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
 

বুধবার বেলা ১টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নে বুরহানপুর গ্রামে সাংবাদিক আশরাফ আহমদের বাড়ীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 


এ ঘটনায় আব্দুর রহমান, মাওলানা নজরুল ইসলাম, ইকবাল হোসেন, মাওলানা মফিজুর রহমানসহ ৪ টি পরিবারের নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ফার্নিচার, ফ্রিজ, ২৫০ মনধানসহ ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা যায়।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১টার দিকে ঘর থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখতে পান। মুহূর্তের মধ্যেই সেখানে আগুন ধরে যায়। এরপর দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। সাথে সাথে স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসে। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

দিরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মুছা ভুইয়া আগুন লাগার কারণ এলপিজি গ্যাসের চুলা থেকে বলে ধারণা পোষণ করে বলেন, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। টিনের ঘর থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ১ ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।


 

সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-৫২