তিন দিনের মাথায় সিলেটের গোয়াইনঘাটে আরেকজন গাঁজা চাষীকে গ্রেফতার করেছে থানাপুলিশ। শনিবার (৬ মে) মো. রাজু আহমদ (২৯) নামের ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি তার মোদি দোকানের ছাদের উপর গাঁজার চাষ করতেন।
রাজু গোয়াইনঘাট উপজেলার পূর্ণানগর গ্রামের আব্দুল খালিকের ছেলে।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, শনিবার রাতে গোয়াইনঘাট থানাপুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রাজুকে গ্রেফতার করে। পরে বাড়ির পার্শ্ববর্তী তার মুদি দোকানের ছাদে সবজি বাগানের মাঝে লাগানো ৪টি গাজার গাছ জব্দ করে পুলিশ।
মামলা দায়েরপূর্বক পরে রাজুকে আদালতে প্রেরণ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম