সুনামগঞ্জ জেলায় সর্বোচ্চ সাজা পরোয়ানা তামিলে নগদ অর্থ পুরস্কার পেয়েছেন তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী বিট অফিসার এএসআই নাজিম উদ্দিন। সোমবার (৮ মে) পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ জেলা পুলিশ লাইনস মিলনায়তনে মাসিক কল্যাণ সভায় নাজিম উদ্দিনের হাতে নগদ অর্থ পুরস্কার হিসাবে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হাসান রাশেদ পরাগ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/রাজ্জক/ইআ-১৪