মৌলভীবাজারের কুলাউড়ায় চাচার ছুরিকাঘাতে ভাতিজা সুনিল গোয়ালার (৩০) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার গাজীপুর চা বাগান এলাকায় ঘটনাটি ঘটে।


এ ঘটনায় চাচা চন্দ্র গোয়ালা পলাতক রয়েছেন। নিহত সুনিল ওই বাগানের শ্রমিক কমল গোয়ালার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার এসআই সালাউদ্দিন মিফতা।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে গাজীপুর চা বাগান এলাকায় তাদের বাড়ির সামনে চাচা-ভাতিজার ঝগড়াঝাঁটি লাগে। ঝগড়াঝাঁটির একপর্যায়ে চন্দ্র গোয়ালা তার ভাতিজাকে ছুরি দিয়ে আঘাত করে। এতে সুনিল গোয়ালা মারাত্মক আহত হন। পরে বাগানের শ্রমিকরা সুনিলকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


সুনিলের চাচা চন্দ্র গোয়ালাকে গ্রেপ্তারের অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


 

সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-১৯২