চলছে এসএসসি পরীক্ষা। কিন্তু নিষ্ঠুর নিয়তি এই সময়েই ঝর্ণা বেগমের জীবন থেকে কেড়ে নিলো তার বাবাকে। বুকে পাথর বেঁধে বৃহস্পতিবার  পরীক্ষার হলে বসতে হলো তাকে। 

জানা যায়, ঝর্ণা বেগম দক্ষিণ সুরমার রেবতি-রমন সরকারি দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী। বুধবার (১০ মে) সন্ধ্যায় হঠাৎ করে তার বাবা মো. কাপ্তান মিয়া পাড়ি জমান পরপারে। বৃহস্পতিবার সকালে বাবার লাশ ঘরে রেখেই তাকে আসতে হয় পরীক্ষাকেন্দ্রে। 


পারিবারিক সূত্র জানায়, ঝর্ণা বাবার শোকে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছিলো। সে প্রথমে যেতে চায়নি পরীক্ষায়। পরে সহপাঠীদের পীড়াপীড়ি ও স্বজনদের কথায় সে পরীক্ষাকেন্দ্রে যেতে সম্মত হয়। 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম