নানা কর্মসূচী ও বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে উদযাপিত হয়েছে ‘আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৩’।
দিবসটি উপলক্ষে শুক্রবার শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
শুক্রবার সকাল ১১টায় হাসপাতালের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচীর উদ্বোধন করা হয়। পরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় হাসপাতালের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রায় ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ভূমিকায় অংশ নেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তা তৃষ্ণা তেরেজা ডি কস্তা। পরে হাসপাতাল মিলনায়তনে ‘আন্তর্জাতিক নার্সেস দিবস’ ও ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সম্মাননা প্রদান।
‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যত’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূইয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী।
বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামিমা নাছরিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুবুল আলম।
আলোচনা সভায় বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক নার্সিং কর্মকর্তাদের ঝুঁকি ভাতা নিয়ে প্রধান অতিথি ও প্রধান বক্তার দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূইয়া বলেন, ‘নার্সিং কর্মকর্তারা মানবতার সেবক। তারা নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলেও রোগীদের সেবা দিয়ে সুস্থ করে তুলতে কাজ করেন। তাই তাদের জন্য ঝুঁকি ভাতার ব্যবস্থা করা যুক্তিসঙ্গত। এ ব্যাপারে আমি মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানাবো।’
প্রধান বক্তার বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী বলেন, ‘নার্সিং কর্মকর্তাদের পাশাপাশি স্বাস্থ্যখাতের সবার জন্য ঝুঁকি ভাতা প্রয়োজন। আশাকরি বিষয়টি বর্তমান সরকার গুরুত্বসহকারে বিবেচনা করবে।’
সভা শেষে ‘আন্তর্জাতিক নার্সেস দিবস’ উপলক্ষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূইয়া, এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী, নর্থ ইস্ট নার্সিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. গোল বদন, হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মোসাম্মৎ রিনা বেগম, সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ শাহিনা বেগম, রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার, সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষ সাইদা ইয়াসমিন, আল-আমিন নার্সিং কলেজের অধ্যক্ষ শিউলী আক্তার, পার্কভিউ নার্সিং কলেজের অধ্যক্ষ শিল্পী চক্রবর্ত্তী, ওমেন্স নার্সিং কলেজের অধ্যক্ষ ফয়ছল আহমেদ চৌধুরী ও নর্থ ইস্ট নার্সিং কলেজের অতিরিক্ত উপাধ্যক্ষ ইলা সিনহাকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সকল নার্সিং কর্মকর্তারা অংশ নেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/শাদিআচৌ-০১