সুনামগঞ্জের তাহিরপুরে বিপুল পরিমাণ ভারতীয় অফিসার চয়েস মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
 

আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম গ্রামের মৃত হাবি রহমানের ছেলে মো. কাজল মিয়া (২৮)।
 


এ ঘটনায় একজনকে পলাতক আসামি দেখিয়ে দুইজনের বিরুদ্ধে পুলিশ একটি মামলা দায়ের করেছে। পলাতক আসামির নাম মো. তাজুল মিয়া অরফে তাজু (৩৮)। তাজু একই ইউনিয়নের মারাম টিলার আব্দুস মন্নাছ মিয়ার ছেলে।
 

জানা যায়, শুক্রবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এসআই জাহাঙ্গীর হোসাইন ও এএসআই নাজিম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কাজল মিয়া নামে একজনকে জনতা বাজার থেকে গ্রেপ্তার করে। এসময় তার সঙ্গে থাকা তাজুল নামে অপর একজন দৌঁড়ে পালিয়ে যায়। পরে কাজলের সঙ্গে থাকা একটি বস্তা থেকে ছোট বড় ৬৮ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ জব্দ করে পুলিশ।
 

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ বাদি হয়ে দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছে। শনিবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে কোর্ট হাজতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা করছে।

 


সিলেটভিউ২৪ডটকম/রাজ্জাক/এসডি-২৪৬