জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে জনতা ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এর উদ্যোগে এবং জনতা ব্যাংক লিমিটেড, বিভাগীয় কার্যালয়, সিলেট এর সার্বিক সহযোগীতায় সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল” শীর্ষক কর্মশালা ও ফিডব্যাক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩মে) জনতা ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ের জিএম (এইচআর) এ.কে.এম.ফজলুর রহমান।
জনতা ব্যাংক লিমিটেড, বিভাগীয় কার্যালয়, সিলেট এর মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে কর্মশালার প্রধান অতিথি এ.কে.এম.ফজলুর রহমান বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে প্রতিষ্ঠান তথা সমাজের সর্বস্তরে নৈতিকতা, ভদ্রতা ও শিষ্টাচার চর্চার কোন বিকল্প নেই।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের এইচআরডি ডিপার্টমেন্ট এর উপমহাব্যবস্থাপক ছাবিকুন নাহার ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ ইব্রাহিম।
কর্মশালায় সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার এর এরিয়া প্রধানগণ, বিভাগীয় কার্যালয়, সিলেট ও সিলেট কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক এবং বিভিন্ন শাখা থেকে আগত শাখা ব্যবস্থাপকবৃন্দ অংশ গ্রহণ করেন।
অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার প্রেক্ষিতে জনতা ব্যাংক লিমিটেড এর ২০২২-২৩ অর্থ বছরের কর্মপরিকল্পনা অনুযায়ী জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে মাঠ পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকে মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীদের মধ্যে শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভাগীয় কার্যালয়-সিলেট, আওতাধীন এরিয়া অফিস ও কর্পোরেট শাখার নৈতিকতা কমিটির সদস্য এবং অন্যান্য শাখাসমূহের ব্যবস্থাপকদের নিয়ে আলোচ্য কর্মশালা ও সভার আয়োজন করা হয়।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর