বাংলাদেশে ঢাকা-কায়রো-ঢাকা রুটের ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইজিপ্ট এয়ার। বাংলাদেশি যাত্রীদের সাত ঘণ্টায় ঢাকা থেকে সরাসরি কায়রো নিয়ে যাবে তারা।
সপ্তাহে দু’দিন এই রুটে ফ্লাইট পরিচালনা করবে ইজিপ্ট এয়ার। ঢাকা থেকে কায়রো হয়ে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও আমেরিকাসহ ৬৪টি শহরে যেতে পারবেন বাংলাদেশিরা।
আজ রোববার (১৪ এপ্রিল) থেকে এসব রুটে যাত্রীদের সেবা দেবে এয়ারলাইন্সটি। এ উপলক্ষ্যে শনিবার (১৩ মে) রাতে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করে ইজিপ্ট এয়ার।
এসময় বাংলাদেশে ইজিপ্ট এয়ারের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) আলো ঢাকা এভিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলী সামী বলেন, ঢাকা ও কায়রো রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হবে। মিশরে বাংলাদেশিরা ব্যবসা, কাজ ও শিক্ষার জন্য ভ্রমণ করে থাকেন। তারা এখন সরাসরি বাংলাদেশ আসতে পারবেন। এছাড়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা, এশিয়া এবং আমেরিকা থেকেও ঢাকায় আসার সুযোগ বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে ইজিপ্ট এয়ারের পরিচালক (হলিডে) রোলা হেশাম বলেন, ভ্রমণের জন্য মিশর জনপ্রিয় গন্তব্য। আর ইজিপ্ট এয়ার মিশরের ভ্রমণের নানা ধরনের অফার দিচ্ছে। ইউরোপ ও আমেরিকায় যাওয়া বা আসার ক্ষেত্রে কম খরচে যে কেউ মিশরে ভ্রমণ করতে পারবেন।
ইজিপ্ট এয়ারের চেয়ারম্যান ইহাব ই তাহতাভী বলেন, মিশরের রাষ্ট্রীয় এয়ারলাইনস ইজিপ্ট এয়ারের মাধ্যমে মিসরীয় আতিথেয়তা উপভোগ করতে পারবেন বাংলাদেশিরা। বাংলাদেশে ভ্রমণের জন্যও আমরা মিশরের পর্যটকদের আকৃষ্ট করতে চেষ্টা করব। বর্তমানে বাংলাদেশ থেকে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। তবে ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, বাংলাদেশে এভিয়েশন হাব হতে যে উদ্যোগ নেওয়া হয়েছে তার প্রতিফলন ঘটছে। ইজিপ্ট এয়ার ফ্লাইট শুরু করছে। আরও নতুন নতুন এয়ারলাইন্স ফ্লাইট চালাতে আগ্রহ দেখাচ্ছে। ফ্লাইট শুরুর ফলে মিশরের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।
ইজিপ্ট এয়ারের বহরে রয়েছে ২৪টি এয়ারবাস ও ৪১টি বোয়িং উড়োজাহাজ। এয়ারলাইন্সটি মিশরের ১৩টি শহর ও আন্তর্জাতিক ৬৫টি শহরে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া ১৩টি দেশে কার্গো ফ্লাইট পরিচালনা করছে তারা।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এনটি
সূত্র : ঢাকা পোস্ট