সুনামগঞ্জের তাহিরপুরে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার উত্তর বড়দল ও বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন- সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন।
বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক জুনাব আলীর সভাপতিত্বে ও উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে এ সময় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তিকর, সহ সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন, সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আফতাব উদ্দিন, বাদাঘাট ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মানিক প্রমূখ।
পরে বিকাল ৪টায় উজান তাহিরপুর খেলার মাঠে এক ফুটবল লীগ এর শুভ উদ্ভোধন করেন সাংসদ রতন।
সিলেটভিউ২৪ডটকম/রাজ্জাক/এসডি-২৯৯