শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা বিষয়ক সংগঠন ‘সাস্ট চেস ক্লাব’র প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মানস কুমার সাহা এবং সাধারণ সম্পাদক হিসেবে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান মিঠু মনোনীত হয়েছেন।

 


বুধবার (১৭ মে) দুপুরে সংগঠনের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি মো. সাজিদ আলম পাটোয়ারি, মো. আফছার রাব্বী, কোষাধ্যক্ষ মো. রাফায়েল কবির নিলয়, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল মোরছালিন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক রাফছান জানি রাফি, মো. আজহারুল আনোয়ার,  প্রশিক্ষক ফারদিন জাহিন আকাশ, সহকারী প্রশিক্ষক রাকিবুল ইসলাম আকন্দ, অফিস সম্পাদক আবদুল্লাহ হারিস পাশা, সহ-অফিস সম্পাদক সামিন ইয়াসার, পাবলিসিটি অ্যান্ড পাবলিকেশন সম্পাদক উম্মে হাবিবা সুলতানা, সহ- পাবলিসিটি অ্যান্ড পাবলিকেশন সম্পাদক আসমাউল হোছনা ইমা, আইটি অ্যান্ড ডিজাইন সম্পাদক রাফিউল আলম নাহিয়ান, সহ- আইটি অ্যান্ড ডিজাইন সম্পাদক আবরার মাসুদ নাফিজ।

 

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন- সৌভিক সরকার, জান্নাত আরা খানম, সত্যজিৎ ভৌমিক, সৈকত সিংহ, ফখরুজ্জামান ফলিক, মো. ওবায়দুর রহমান।

 

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ইউসিতে সংগঠনের এক কার্যকরী সভায় এ কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ের দাবাড়ুদের খেলার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন টুর্নামেন্ট ও প্রশিক্ষণ আয়োজনের উদ্দেশ্যে গত ১৯ অক্টোবর ২০২২ইং তারিখে ’সাস্ট চেস ক্লাব’ নামে এ সংগঠনটির যাত্রা শুরু হয়।

 

সিলেটভিউ২৪ডটকম / নোমান/নাজাত