সিলেটের ঐতিহ্যবাহী ক্বওমি মাদরাসা ‘জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ’র মুহতামিম, কানাইঘাটের কৃতি সন্তান প্রথিতযশা আলেম শায়খুল হাদিস মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি হুজুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় ক্লাব সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
তারা বলেন, মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি হুজুর ছিলেন একজন প্রথিতযশা আলেম। তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন প্রখ্যাত আলেমকে হারালো। মহান আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন।
উল্লেখ্য, শায়খুল হাদিস মাওলানা মুফতি মুহিব্বুল হক (গাছবাড়ি) বুধবার (১৭ মে) মাগরিবের নামাজের পর দরগাহ মাদরাসায় তাঁর নিজ বিশ্রামকক্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ ছাত্র-শিক্ষক, ভক্তবৃন্দ ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাওলানা মুহিব্বুল হক ১৯৪৫ সালের ৬ ডিসেম্বর সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের ফখরোচটি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ইসহাক রাহ.-ও একজন বরেণ্য আলেম ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/সুনু/ইআ-০৮