বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি সিলেট জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। তিন বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (১৮ মে) রাত ৯টার দিকে সিলেট মহানগরের একটি অভিজাত হোটেলের হলরুমে বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি সিলেট জেলা শাখার আইন উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট অরুপ শ্যাম বাপ্পির সভাপতিত্বে এবং সহকারী নির্বাচন কমিশনার ফজলুর রহমান জসিমের সঞ্চলনায় রেস্টুরেন্ট মালিকদের উপস্থিতিতে এ নতুন কমিটি ঘোষণা করা হয়।
গত সাধারণ সভার ক্ষমতাবলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট অরুপ শ্যাম বাপ্পি, সহকারী কমিশনার রবীন্দ্রনাথ ঘোষ ও ফজলুর রহমান জসিম কমিঠি গঠন করে ঘোষণা করেন এবং পরবর্তীতে সবার সম্মতিতে এটি অনুমোদিত হয়।
নতুন কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি খালেদ আহমদ (এশিয়া রেস্টুরেন্ট), সহসভাপতি সালাউদ্দিন বাবুল (উন্দাল রেস্টুরেন্ট) ও জালাল আহমদ (পানসী ইন রেস্টুরেন্ট) সাধারণ সম্পাদক নুরুজ্জামান সিদ্দিকী মুক্তা (পানসী রেস্টুরেন্ট), যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ আহমদ (পড়শী রেস্টুরেন্ট) ও ফজলুর রহমান জসিম (ডিঙি রেস্টুরেন্ট), সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম (প্রীতিভোজ রেস্টুরেন্ট), সহ-সাংগঠনিক সম্পাদক কিরণ চন্দ্র নাথ (কিরণ রেস্টুরেন্ট), কোষাধ্যক্ষ আমিনুর রহমান রফিক (জাফরান রেস্টুরেন্ট), প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম (পাঁচ ভাই রেস্টুরেন্ট) এবং দপ্তর সম্পাদক ফাহাদ আহমদ (দিল্লি রেস্টুরেন্ট)।
কমিটির সদস্যরা হলেন- সুজেল আহমদ (রাজবাড়ি রেস্টুরেন্ট), রফিক মিয়া (মা রেস্টুরেন্ট), আবদুস সামাদ আজাদ ( যমুনা রেস্টুরেন্ট), আজয় সাহা (গোবিন্দাস রেস্টুরেন্ট), কবির আহমদ (পালকি রেস্টুরেন্ট), এইচ এম রায়হান (রাজভোগ রেস্টুরেন্ট), বিশ্বজিৎ বাউড়ি (নিরাপদ কেবিন) ও শামীম আহমদ (রাজধানী রেস্টুরেন্ট)।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর