সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ, আইনশৃংখলা পরিস্থিতি, মাদক নির্মুল ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
 

শনিবার (২০ মে) দুপুরে তাহিরপুর কয়লা আমদানিকারন গ্রুপের উদ্যোগে বড়ছড়া জিরো পয়েন্টের সমিতির কার্যালয়ের প্রাঙ্গনে সভা অনুষ্ঠিত হয়।
 


গ্রুপের সভাপতি আলকাছ উদ্দিন খন্দকারের সভাপতিত্বে জনসচেতনতা মূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ আলম চৌধুরী, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এহসান শাহ, সুনামগঞ্জ- ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মাহবুবুর রহমান, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর প্রমুখ।
 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কুরআন থেকে তেলওয়াত করেন, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুস মিয়া, গীতা থেকে পাঠ করেন গ্রুপের কার্যনির্বাহী সদস্য স্বপন পাল।
 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, গ্রুপের সদস্য সচিব রাজেস চন্দ্র তালুকদার।

 


সিলেটভিউ২৪ডটকম/রাজ্জাক/এসডি-৩৯৬