সিলেটের বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় স্বর্ণ কারিগরের মৃত্যু হয়েছে। সোমবার (২২ মে) সকালে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের জাহারগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সুরমান আলী ঝুমন (২৭) মোটরসাইকেল আরোহী ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন। 


ঝুমন বিশ্বানথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সত্তিশ নোয়াগাঁও গ্রামের মৃত আনফর আলীর ছেলে। তিনি পেশায় সুরমান একজন সোনার কারিগর।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সোমবার সকাল ১০টার দিকে ঝুমন তার ছোট ভাই কাওছার আহমদের সঙ্গে মোটরসাইকেলযোগে বিশ্বনাথ পৌরশহরে আসছিলেন। পথিমধ্যে জাহারগাঁও নামক স্থানে আসামাত্র মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুজন রাস্তায় পড়ে গিয়ে আহত হন। এর মধ্যে ঝুমন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানে হয়। সেখানে দুপুর ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করে।

অপরদিকে, সড়ক দুর্ঘটনায় আহত ঝুমনের ভাই কাওছার চিকিৎসা শেষে বাড়ি ফেরেন। 

মৃত্যুর বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ডিউটি অফিসার।


সিলেটভিউ২৪ডটকম / প্রনঞ্জয় / ডালিম