হবিগঞ্জের বানিয়াচংয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে বানিয়াচং আইডিয়েল কলেজের নবনির্মিত ৪তলা ভবনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 

সোমবার (২২ মে) দুপুর ১২ টার দিকে বানিয়াচং আইডিয়েল কলেজের নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবনটি উদ্বোধন করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
 


উদ্বোধনের পর বানিয়াচং ১ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খানের সভাপতিত্বে এবং কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক অরুপ কুমার দাশের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং আইডিয়েল কলেজের গভর্ণিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান (ধন মিয়া), শেখ শামছুল হক কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, সুফিয়া-মতিন মহিলা কলেজের অধ্যক্ষ সুলতান আহমদ ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিপুল ভূষণ রায়, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দাল হোসেন খান, কাজী মুফতি আতাউর রহমান, ৪ নম্বর দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেযারম্যান, মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, প্রভাষক জসিম উদ্দিন ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাছিরা আক্তার অনামিকা প্রমুখ।
 

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বানিয়াচং আইডিয়েল কলেজের অধ্যক্ষ মোঃ ফরিদ হুসেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। মফস্বল এলাকায়ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোটি কোটি টাকা ব্যয় করে বহুতল ভবন নির্মাণ করে দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের বহুমুখি শিক্ষা অর্জন করে স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
 

এর আগে আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. জুবায়ের আহমেদ এবং পবিত্র গীতা পাঠ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী দেবনীলা ভট্টাচার্য।


 

সিলেটভিউ২৪ডটকম/জসিম/এসডি-৪৭২