সিলেটের বিশ্বনাথে জনবহুল বসত বাড়িতে গড়ে তোলা ‘পোল্ট্রি ফার্ম’ অপসারণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত দায়ের করা হয়েছে।
 

মঙ্গলবার (১৬ এপ্রিল) উপজেলার দেওকলস ইউনিয়নের সমসপুর গ্রামের গ্রাম পাঞ্চায়েতের পক্ষে অভিযোগটি দায়ের করে সেবুল মিয়া।
 


লিখিত আবেদনে সেবুল মিয়া উল্লেখ করেছেন, জনবহুল বসত বাড়ির ভেতরে একটি পোল্ট্রি ফার্ম করেছেন সমসপুর গ্রামের আব্দুল আজিজ মঈনুল নামের একজন। প্রায় চার বছর ধরে বাড়ির ভেতরে ফার্ম পরিচালনা করায় পরিবেশ দূষন হয়ে পাশের ঘরের হাবিবুর রহমানের বৃদ্ধা মা অসুস্থ হলে আব্দুল আজিজ মঈনুল ও হাবিবুর রহমানের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। তাই একজন অসুস্থ্য মায়ের কথা বিবেচনা করে ও পরিবেশ রক্ষার স্বার্থে তদন্ত পূর্বক এব্যাপারে দ্রæত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করা হয়েছে।
 

এব্যাপারে জানতে চাইলে আব্দুল আজিজ মঈনুল বলেন, পূর্ব বিরোধের জের ধরে হিংসাত্ত¡কভাবে তারা আমার ক্ষতি করতে চাইছে।

 


 


সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৭১১