সিলেটে অবশেষে উপজেলা পরিষদ নির্বাচন থেকে সড়ে গেলো নির্বাচন কমিশনের নিবন্ধন হারানো বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 


নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রথম ধাপে আগামী ৮ মে সিলেট  সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ উপজেলায় নির্বাচন হচ্ছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিলো আজ ২২ এপ্রিল। সিলেটের চার উপজেলায় মোট ৫৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

তবে শেষ দিন চার উপজেলার মধ্যে তিন উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়া তিন জামায়াত নেতা প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

 

প্রার্থিতা প্রত্যাহার করা নেতারা হলেন- দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা সুলেমান হোসেইন, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী ও সিলেট সদর উপজেলা জামায়াত নেতা মো. ইসলাম উদ্দিন।

 

প্রার্থিতা প্রত্যাহার করে জামায়াত নেতারা জানিয়েছেন দলীয় সিদ্ধান্তে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

 

সিলেটভিউ২৪ডটকম / মাহি