গঠিত হলো বাংলাদেশ বাউল সমিতি ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখা। আজ শনিবার আনুষ্ঠানিক ভাবে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন সিলেট জেলা বাউল সমিতির সসমন্বয়কারী গীতিকার ফিরোজ আহমেদ।


ফেঞ্চুগঞ্জ যুব সংঘে এ উপলক্ষে আয়োজিত সুধী জনের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেলিমুজ্জামান সেলিম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জের বিশিষ্ট নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতিকার রাজু আহমেদ রাজা।


 

প্রধান আলোচক  হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাউল সমিতি সুনামগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা গীতিকার শাহ শফিক মিয়া। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাউল সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বাউল সালাম নূরী, বাউল সমিতি সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক বাউল প্রবাসী নূরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জের নাট্য অভিনেতা মুহিব উদ্দীন বেলাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম রসুল জিতু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফারুক আহমদ।

 

ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাজুল ইসলাম বাবুলের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআান তেলোয়াত করেন আলী হোসেন।

 

বক্তব্য রাখেন গীতিকার আকুল মিয়া, বাউল শিল্পী রিমন সরকার, বাউল নাজমা আক্তার।

 

সভাশেষে ফেঞ্চুগঞ্জের বিশিষ্ট গীতিকার এম, আকুল কে সভাপতি এবং বাউল শিল্পী রিমন সরকার কে সাধারণ সম্পাদক এবং শিল্পী জাকির দেওয়ান কে সাংগঠনিক সম্পাদক  করে ১৯ সদস্য বিশিষ্ট বাংরাদেশ বাউল সমিতি ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখা গঠন করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম / ফরিদ/ নাজাত