নাতি-নাতনি চেয়ে ছেলেকে আদালতে তুলেছেন ভারতের এক দম্পতি। সঞ্জীব ও সাধনা প্রসাদ দম্পতি বলেছেন, হয় এক বছরের মধ্যে নাতি-নাতনি দিতে হবে না হয় তাদের পাঁচ কোটি রুপি বা সাড়ে ছয় লাখ ডলার দিতে হবে।

সঞ্জয় দম্পতি বলেছেন, নিজেদের সঞ্চয় খরচ করে ছেলেকে বড় করেছেন, পড়া লেখা করিয়েছেন, পাইলট বানিয়েছেন; এবার তারা সন্তানের কাছে তার প্রতিদান চান।


এই দম্পতি বলেন, ‘তারা ছয় বছর হয়েছে বিয়ে করেছে কিন্তু এখনও তারা সন্তান নেওয়ার কোন পরিকল্পনা করেনি। আমরা সময় কাটানোর জন্য একটা নাতি-নাতনি চাই।’

আর নাতি-নাতনি দিতে না পারলে ৫ কোটি রুপি বা সাড়ে ছয় লাখ ডলার দাবি করেছেন। এর মধ্যে রয়েছে পাঁচ তারকা হোটেলে ছেলের বিয়ের অনুষ্ঠানের খরচ, বিদেশে হানিমুন ও ৮০ হাজার ডলার মূল্যে তাদের দেওয়া দামি গাড়ির খরচ।

উত্তরাখণ্ডের ওই দম্পতি আরও বলেন, ‘বাড়ি বানাতে আমরা আরও ঋণ নিয়েছি। আমরা এখন আর্থিক দিক থেকে কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। মানসিকভাবেও আমরা বিরক্ত, কারণ আমরা নিঃসঙ্গ সময় পার করছি।’

এই দম্পতির আইনজীবী অরবিন্দ কুমার বলেন, হরিদ্বার আদালতে করা মামলাটির শুনানি ১৭ শুরু হবে। 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-১৪


সূত্র : আল জাজিরা, টাইমস অব ইন্ডিয়া