আওয়ামী লীগ দোয়ারাবাজার উপজেলা শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার উপজেলা মুক্তিযোদ্ধা ভবন প্রাঙ্গনে স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষ্যে বানভাসি দুর্গতদের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করা হয়।
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক খাবার বিতরণ কার্যক্রম শুরু করেন। সহস্রাধিক বানভাসিদের মধ্যে এসব খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- আ.লীগ দোয়ারাবাজার উপজেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, উপজেলা চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হালিম বীর প্রতীক ও আব্দুল হামিদ, সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফর আলী, আ.লীগ নেতা বরুণ চন্দ্র দাস, আব্দুল হান্নান, আব্দুল হামিদ, আব্দুল হাই বিলাত, মিজানুর রহমান মেম্বার, বশির উদ্দিন, আব্দুল হান্নান, অবসর প্রাপ্ত ওয়ারেন্ট অফিসার রফিক মিয়া, উপজেলা শ্রমিকলীগ সভাপতি তাজির উদ্দিন, যুবলীগ নেতা আবুল মিয়া, কামরুজ্জামান রুবেল, বজলুল মামুন, শাহজালাল, ছাত্রলীগ নেতা শেখ সুমন প্রমুখ।
বিতরণ কার্যক্রমের শুরুতে পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে্ বিশেষ মোনাজাত করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-৪৪