হবিগঞ্জের আজমিরীগঞ্জে সারের দোকানে মুল্য তালিকা না রাখা, অতিরিক্ত মুল্যে সার বিক্রি ও লাইসেন্স নবায়ন না থাকায় দুই ব্যবসায়ীকে ৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

 


রবিবার (২৭ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা সালেহা সুমী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই দন্ডাদেশ প্রদান করেন।

 

উপজেলার শিবপাশা সবুজগঞ্জ বাজারে বিভিন্ন সারের দোকানে লাইসেন্সের মেয়াদ ও মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর  ৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ী  তারেক রহমান ও রুমান মিয়াকে ৩ হাজার করে মোট  ৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান  করা হয়। সেই সাথে মুল্য তালিকা এবং লাইসেন্স নবায়ন করে রাখার নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন উপস্থিত ছিলেন।

 

আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক জরিপের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহযোগীতা প্রদান করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা সালেহা সুমী জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ ও কৃষকদের ন্যায্য মুল্যে কৃষি উপকরণ নিশ্চিতে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

 


সিলেটভিউ২৪ডটকম/মিলাদ/এসডি-০১