নবীগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় ২০২৩ ও ২০২৪ সালের দুই বছরের দুটি নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার রাতে নবীগঞ্জ প্রেসক্লাবে সভাপতি রাকিল হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী তছনু সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবীগঞ্জ প্রেসক্লাবের দুটি কমিটি গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

 


পরে ২০২৩ ও ২০২৪ সালের দুটি কমিটি গঠনের জন্য সর্ব সম্মতিক্রমে নির্বাচন কমিশন গঠন করা হয়। প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ,সহকারী নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি রাকিল হোসেন ও সাধারণ সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী তছনু। প্রেসক্লাবের কমিটি গঠনে প্রধান সম্বনয়কারী হিসাবে দায়িত্ব পালন ও সহযোগিতা করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান।

 

এসময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান ও সৈয়দ এখলাছুর রহমান খোকন,হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক  সাধারণ সম্পাদক নুর উদ্দিন, বিজয়ের প্রতিধ্বনী সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রতন,গ্লোবাল টিভির হবিগঞ্জ প্রতিনিধি এম এ আজিজ সেলিম । নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার ফজলুর রহমান সমঝোতার ভিত্তিতে দুই বছরের দুটি নির্বাহী কমিটির বিভিন্ন পদে নাম ঘোষণা করেন।

২০২৩ ইং মেয়াদের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি এম এ আহমদ আজাদ (দৈনিক সমকাল), সহ-সভাপতি মুজিবুর রহমান (দৈনিক আমার সংবাদ), সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া (দৈনিক কালের কণ্ঠ), সহ-সাধারণ সম্পাদক মোঃ নাবেদ মিয়া (আজকের হবিগঞ্জ), কোষাধ্যক্ষ মোজাহিদ চৌধুরী (দৈনিক সমাচার) সদস্যরা হলেন- নির্বাচিত সদস্যরা হলেন এটিএম সালাম(যায়যায় দিন) মুরাদ আহমদ( বিজয়ের প্রতিধ্বনী) মোঃ সেলিম তালুকদার (ভোরের ডাক) শাহ সুলতান আহমদ( দৈনিক প্রতিদিনের সংবাদ) মোঃ অলিউর রহমান(দিনকাল) এম.এ মুহিত( অন্য দিগন্ত) পদাধিকার বলে সদস্য বিদায়ী কমিটির সভাপতি রাকিল হোসেন (দৈনিক সিলেটের ডাক) ও বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী তছনু (এনটিভি)।

২০২৪ সালের  মেয়াদের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি এম এ বাছিত (দৈনিক মানবজমিন), সহ-সভাপতি সুবিনয় রায় বাপ্পি (দৈনিক ভোরের কাগজ), সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ (দৈনিক কালবেলা), সহ-সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী (দৈনিক অর্থনীতি),কোষাধ্যক্ষ শওকত আলী (দৈনিক সংগ্রাম),সদস্যরা হলেন এস আর চৌধুরী সেলিম( দৈনিক সমাচার), সাইফুল জাহান চৌধুরী (ইত্তেফাক) মোঃ আলা উদ্দিন (সম্পাদক ,হবিগঞ্জ সময়) উত্তম কুমার পাল হিমেল (উত্তর পূর্ব), মোঃ সরওয়ার শিকদার (যুগান্তর) কিবরিয়া চৌধুরী (হবিগঞ্জের জনতার এক্সপ্রেস) পদাধিকার বলে সদস্য থাকবেন ২০২৩ সালের সভাপতি এম,এ আহমদ আজাদ (দৈনিক সমকাল) ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া ( কালের কণ্ঠ) ।

 

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০৫