জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির  সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
 

শুক্রবার বিকেলে হরিপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।


জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাহজাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।
 

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।
 

জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা,  যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, আহসান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, কায়সান মাহমুদ সুমন,  টিটন মল্লিক।
 

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ময়নুল ইসলাম মেম্বার, যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমদ, নুমান আহমদ, বিলাল আহমদ রুবেল, সালেহ আহমদ, সদস্য জাহেদ আহমদ, আদনান হুসেন, ইয়াহিয়া আহমদ, রুবেল আহমদ ইসা।
 

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে স্বেচ্ছাসেবক দলকে অগ্রনি ভুমিকা পালন করতে হবে। এজন্য আন্দোলন সংগ্রামের পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে।
 

প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ বলেন, তৃণমূল পর্যায় থেকে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ কারনে তৃনমুলে ত্যাগী ও পরিক্ষিত নেতাকর্মীদের মাধ্যমে অচিরেই  সংগঠনকে ঢেলে সাজানো হবে।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৯