দেশে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যার দিক দিয়ে পঞ্চম স্থানে আছে সিলেট বিভাগ। এ বিভাগে বিশ্ববিদ্যালয় আছে ১০টি। তন্মধ্যে পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়, বাকি ৫টি বেসরকারি।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর বার্ষিক প্রতিবেদন থেকে জানা গেছে এমন তথ্য।


ইউজিসি’র প্রতিবেদন অনুসারে, দেশে পাবলিক ও প্রাইভেট মিলিয়ে ১৫৮টি বিশ্ববিদ্যালয় আছে। তন্মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় ৫০টি। বাকি ১০৮টিই প্রাইভেট।

বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ ৮৫টির অবস্থানই ঢাকা বিভাগে। আরও স্পষ্ট করে বললে, ৬৬টি বিশ্ববিদ্যালয় ঢাকা শহরের মধ্যে অবস্থিত।

বিশ্ববিদ্যালয় সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে চট্টগ্রাম বিভাগ। এখানে বিশ্ববিদ্যালয় সংখ্যা ২৫টি। রাজশাহীতে ১৪টি আর খুলনা বিভাগে ১০টি বিশ্ববিদ্যালয় আছে।

১০টি বিশ্ববিদ্যালয় নিয়ে সিলেট বিভাগ আছে পঞ্চম স্থানে। এ ছাড়া বরিশাল ও ময়মনসিংহ বিভাগে বিশ্ববিদ্যালয় রয়েছে ৫টি করে। রংপুর বিভাগে আছে ৪টি বিশ্ববিদ্যালয়।

সিলেট বিভাগের মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় বিশ্ববিদ্যালয় আছে। মৌলভীবাজার জেলায় কোনো বিশ্ববিদ্যালয় নেই। সর্বোচ্চ ১০টি বিশ্ববিদ্যালয়ের অবস্থান সিলেট জেলায়।

সিলেট জেলায় থাকায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়।

এখানকার ৫টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি।

সুনামগঞ্জে আছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জে আছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। এ দুটি বিশ্ববিদ্যালয়ই পাবলিক। তবে এখনও এগুলো একেবারে নবীন।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে