সিলেটের গোলাপগঞ্জে তেলবাহী লরির ট্যাংকির ভেতর থেকে সামছুল ইসলাম কুদ্দুস (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বৈটিকর বাজার থেকে তার লাশ উদ্ধার করে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ।
নিহত সামছুল ইসলাম কুদ্দুস গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল ফলিকের ছেলে। তিনি ওই ট্যাংক লরির চালকের সহকারী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার শবে বরাতের রাতে ডিউটি শেষ করে আর বাড়িতে যাননি সামছুল। খোঁজাখুজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। ভোর সাড়ে ৪টার দিকে গাড়ির চালক গাড়ির পাশে গিয়ে সামছুল ইসলাম কুদ্দুসের মুঠোফোনে কল দিলে লরির ট্যাংকির ভিতরে রিং টোনের শব্দ শুনতে পান। পরে ট্যাংকির ঢাকনা খোলা অবস্থায় ভেতরে সামছুলেকে পড়ে থাকতে দেখেন চালক।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ, ফায়ার সার্ভিস ও সিআইডি সদস্যরা লাশ উদ্ধার করে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনস্থল থেকে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ট্যাংকির ভেতরের গ্যাসের বিষক্রিয়ার কারণে শ্বাস বন্ধ হয়ে তিনি মারা গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত-১৪